ভারতে ঔপনিবেশিক শাসন 

১৬. ছোটো প্রশ্ন ও উত্তর-(Short questions and answers)

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে সিরাজ উদদৌলা বাংলার সিংহাসনে বসেন ?

উত্তর:- ১৭৫৬ খ্রিস্টাব্দে সিরাজ উদদৌলা বাংলার সিংহাসনে বসেন ।

 

প্রশ্ন:- সিরাজ উদদৌলার রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- সিরাজ উদদৌলার রাজধানী ছিল মুর্শিদাবাদে 

 

প্রশ্ন:- সিরাজ উদদৌলার পক্ষে কে ছিলেন ?

উত্তর:- মিরমদন সিরাজ উদদৌলার পক্ষে  ছিলেন ।

 

প্রশ্ন:- সিরাজ উদদৌলার বিপক্ষে কারা ছিলেন ?

উত্তর:- রাজবল্লভ, ঘষেটি বেগম, ও মিরন সিরাজ উদদৌলার বিপক্ষে ছিলেন।

 

প্রশ্ন:- কী উদ্দেশ্যে অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটি প্রচারিত হয় ?

উত্তর:- নবাব সিরাজ উদদৌলাকে কলঙ্কিত করার জন্যঅন্ধকূপ হত্যাকাণ্ড ঘটনাটি প্রচারিত হয়।

 

প্রশ্ন:- আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর:- ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজ উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

 

প্রশ্ন:- আলবুকার্কের সাম্রাজ্যবাদী নীতি কী নামে পরিচিত  ?

উত্তর:- আলবুকার্কের সাম্রাজ্যবাদী নীতি নীলজল নীতিনামে পরিচিত  ।

 

প্রশ্ন:- ১৬৯০ খ্রিস্টাব্দ কিসের জন্য বিখ্যাত  ?

উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে জবচার্নক হুগলি নদীর তীরে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি তৈরী করেন ।

 

প্রশ্ন:- সুরম্যান কে ?

উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ারের দরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ।

 

প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তর:- মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ।

 

প্রশ্ন:- ইংরেজরা বিদেরার যুদ্ধে কাদের পরাজিত করেন ?

উত্তর:- ইংরেজরা বিদেরার যুদ্ধে ওলন্দাজদেরপরাজিত করেন।

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে ৪ঠা ফেব্রুয়ারী  আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ।

 

প্রশ্ন:- পলাশির যুদ্ধ কোন বছর সংঘটিত হয় ?

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়।

 

প্রশ্ন:- পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?

উত্তর:- লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন ।

 

প্রশ্ন:- মিরজাফর কে ছিলেন ?

উত্তর:- মিরজাফর পলাশির যুদ্ধের আগে বাংলার নবাব সিরাজ উদদৌলার প্রধান সেনাপতি এবং পলাশির যুদ্ধে  সিরাজ

উদদৌলার পরাজয়ের পর বাংলার নবাব হন ।

 

প্রশ্ন:- পলাশির যুদ্ধের ফল কী হয়েছিল ?

উত্তর:- পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদদৌলা পরাজিত হয়েছিলেন ও ইংরেজরা বিজয়ী হয় ।

 

প্রশ্ন:- পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন ?

উত্তর:- পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মিরজাফর

 

প্রশ্ন:- বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ?

উত্তর:- বাংলার নবাব মিরকাশিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন ।

 

প্রশ্ন:-বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন  ?

উত্তর:- বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব  ছিলেন মিরকাশিম ।

 

প্রশ্ন:- মিরকাশিমের পর কে বাংলার নবাব হন ?

উত্তর:- মিরকাশিমের পর বাংলার নবাব হন মিরজাফর ।

 

প্রশ্ন:- মিরজাফরের মৃত্যুর পর কে মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন ?

উত্তর:- মিরজাফরের মৃত্যুর পর নজম-উদ্-দৌলামুর্শিদাবাদের নবাব হয়েছিলেন ।

 

প্রশ্ন:- বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

উত্তর:- ১৭৬৪ খ্রিস্টাব্দে ২২ শে অক্টোবর বক্সারের যুদ্ধ হয় ।

 

প্রশ্ন:- বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- বাংলার নবাব মিরকাশিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল । এই যুদ্ধে মোগল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদদৌলা মিরকাশিমকে ।

 

প্রশ্ন:- বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন ?

উত্তর:- বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট  ছিলেন দ্বিতীয় শাহ আলম 

 

প্রশ্ন:- এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ইংরেজ কোম্পানি এবং অযোধ্যার নবাবেরমধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয় ।

 

প্রশ্ন:- বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়।

 

প্রশ্ন:- বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়  ।

 

প্রশ্ন:- কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে ?

উত্তর:- গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসেরশাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে ।

 

প্রশ্ন:- সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে ?

উত্তর:- ১৭৬৩ খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে ।

 

প্রশ্ন:- বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয় ?

উত্তর:- বন্দিবাসের যুদ্ধ ১৭৬০ খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘটিত হয় ।

 

প্রশ্ন:- বন্দিবাসের যুদ্ধে করা বিজয়ী হয় ?

উত্তর:- বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয় ।

 

প্রশ্ন:- সাগৌলির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর:- নেপালের রাজা ও ইংরেজদের মধ্যে সাগৌলির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।

 

প্রশ্ন:- কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ?

উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ।

 

প্রশ্ন:- কোন মোগল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি আদায়ের অধিকার দেন ?

উত্তর:- মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি আদায়ের অধিকার দেন ।

 

প্রশ্ন:- বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন ?

উত্তর:- লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন ।

 

প্রশ্ন:- দ্বৈত শাসনব্যবস্থা কে রদ করেন ?

উত্তর:- ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনব্যবস্থা কে রদ করেন  ।

 

প্রশ্ন:-  ইংরেজরা কার কাছ থেকে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করে ?

উত্তর:- মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজরা বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করে ।

 

প্রশ্ন:- কোন সময় থেকে ভারতবর্ষে ঔপনিবেশিক শোষণ শুরু হয় ?

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজদের জয় লাভের পর থেকে ভারতবর্ষে ঔপনিবেশিক শোষণ শুরু হয় ।

 

প্রশ্ন:- ডুপ্লে কে ছিলেন ?

উত্তর:- ডুপ্লে ছিলেন  পন্ডিচেরীর ফরাসি শাসনকর্তা ।

 

প্রশ্ন:- প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন ?

উত্তর:- প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব ছিলেন নবাব আনওয়ারউদ্দিন ।

 

প্রশ্ন:- দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সময় পন্ডিচেরীর গভর্নর কে ছিলেন ?

উত্তর:- দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের সময় পন্ডিচেরীর গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে ।

 

প্রশ্ন:- কোন যুদ্ধের ফলে ভারতে ঈঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দিতার অবসান হয় ?

উত্তর:- তৃতীয় কর্ণাটকের যুদ্ধের ফলে ভারতে ঈঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দিতার অবসান হয়।

 

প্রশ্ন:- তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় বাংলায় ফরাসিদের পৃষ্ঠপোষক কে ছিলেন ?

উত্তর:- তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় বাংলায় ফরাসিদের পৃষ্ঠপোষক ছিলেন নবাব সিরাজউদ্দৌলা ।

 

প্রশ্ন:- তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ফরাসি ও ইংরেজদের প্রধান সেনানায়কদের নাম কী ?

উত্তর:- তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ফরাসি সেনানায়ক ছিলেন কাউন্ট-দ্য-লালি এবং ইংরেজ সেনানায়ক ছিলেন স্যার আয়ার কুট 

 

প্রশ্ন:- ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজির কোন সালে ঘটে  ?

উত্তর:- ১৭৭০ খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তর ঘটে ।

 

প্রশ্ন:- মোট কয়টি কর্নাটক যুদ্ধ সংঘটিত হয় ?

উত্তর:- ৩টি কর্নাটকের যুদ্ধ সংঘটিত হয়।

Standard

মুঘল আমলে শিল্প ও বানিজ্য 

১৭. ছোটো প্রশ্ন ও উত্তর-(Short questions and answers)

 

প্রশ্ন:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম বল ?

উত্তর:- ভারতবর্ষে ফরাসিদের একটি বাণিজ্যকেন্দ্রের নাম হল পন্ডিচেরী ।

 

প্রশ্ন:- কোন কোন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ?

উত্তর:- বার্নিয়ার, টেভার্নিয়ার, মানুচি, রালফ , ফিচ,প্রভৃতি বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ।

 

প্রশ্ন:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম কী ?

উত্তর:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম হল সুরাট ।

 

প্রশ্ন:- মধ্যযুগে কোন পণ্য , ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত  ?

উত্তর:- মধ্যযুগে প্রধানত সুতি বস্ত্র ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত ।

 

প্রশ্ন:- ভাস্কো-ডা-গামা কোন বছর কালিকট বন্দরে এসে পৌঁছান ?

উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে এসে পৌঁছান ।

 

প্রশ্ন:- ১৫০০ খ্রিস্টাব্দে কোন পর্তুগিজ নাবিক ভারতে আসেন ?

উত্তর:- ১৫০০ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ক্যাব্রাল ভারতে আসেন ।

 

প্রশ্ন:- আলবুকার্ক কে ছিলেন ?

উত্তর:- আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা ছিলেন।

 

প্রশ্ন:-  কবে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন।

 

প্রশ্ন:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম বল ?

উত্তর:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম হল গোয়া ।

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ?

উত্তর:- ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ।

 

প্রশ্ন:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম কী ?

উত্তর:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম ক্যাপ্টেন হকিন্স ।

 

প্রশ্ন:- স্যার টমাস রো কে ছিলেন ?

উত্তর:- স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আগত ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের রাজদূত ছিলেন ।

 

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ।

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?

উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে  স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন।

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।

 

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে কলকাতা নগরীর পত্তন হয় ।

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ?

উত্তর:- ১৬৯৬ খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্ণিত হয় ।

 

প্রশ্ন:- কলকাতার ফোর্ট উইলিয়ামের কেন ওই নাম করণ হয় ?

উত্তর:- ইংল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ওই নাম করণ করা

হয় ।

 

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম করো ?

উত্তর:- মোগল যুগের একটি প্রধান আমদানি পণ্যের নাম হল উন্নত শ্রেণির বিদেশি ঘোড়া 

 

প্রশ্ন:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম করো ?

উত্তর:- মোগল যুগের একটি প্রধান রপ্তানি পণ্যের নাম হল মসলিন বস্ত্র ।

 

প্রশ্ন:- মোগল যুগে কাসবস কাকে বলা হত  ?

উত্তর:- মোগল যুগে ছোট শহর এবং গ্রামীণ বাজারকেকাসবস কাকে বলা হত ।

 

প্রশ্ন:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে কী কী পণ্যদ্রব্য ক্রয় করত ?

উত্তর:- মোগল যুগে ইউরোপিয় বণিকরা ভারত থেকে সুতি,রেশমি বস্ত্র , সোরা ও চিনি কিনে নিয়ে অন্যত্র রপ্তানি করত।

 

প্রশ্ন:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম কারো ?

উত্তর:- মোগল যুগে দুটি বিখ্যাত বন্দরের নাম সুরাট ও কালিকট ।

 

প্রশ্ন:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম কী ?

উত্তর:- ভারত থেকে ইংরেজ বণিকদের দুটি রপ্তানি পণ্যের নাম হল রেশমবস্ত্র ও সোরা ।

 

প্রশ্ন:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম কী ?

উত্তর:- বাংলায় ওলন্দাজ বণিকদের একটি বাণিজ্য কুঠির নাম হল চুঁচুড়া ।

 

প্রশ্ন:- কোন বৈদেশিক পর্যটক ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ?

উত্তর:- বৈদেশিক পর্যটক এডয়ার্ড টেরি ভারতীয় রঞ্জনশিল্পের নৈপুন্য দেখে মুগ্ধ হয়েছিলেন ।

 

প্রশ্ন:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম কী  ?

উত্তর:- মোগল যুগে ভারতের জরির কাজের প্রধান প্রধান দুটি কেন্দ্রের নাম হল ফৈজাবাদ ও খান্দেশ ।

 

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন স্থান শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ?

উত্তর:- মোগল যুগে কাশ্মির ও লাহোর শাল ও গালিচা শিল্পের জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল ।

 

প্রশ্ন:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে কী কী খনিজ দ্রব্য পাওয়া যেত ?

উত্তর:- মোগল যুগে গোলকোন্ডার খনি থেকে হিরে ও উন্নত মানের লোহা পাওয়া যেত।

 

প্রশ্ন:- মোগল যুগে কোন কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক ছিল ?

উত্তর:- মোগল যুগে শ্রীলঙ্কা, বার্মা, চিন, জাপান, নেপাল, পারস্য, রোম প্রভৃতি দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক

ছিল ।

 

প্রশ্ন:- কোন সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের কোন শহর লাভ করেন ?

উত্তর:- ১৬৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসাবে ভারতের মুম্বই শহর লাভ করেন ।

 

প্রশ্ন:- কোন সালে ভারতের কোন স্থানে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ?

উত্তর:- ১৬৬৭ সালে ভারতের সুরাটে প্রথম ফরাসি বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করা হয় ।

 

প্রশ্ন:- ফারুকশিয়ারের ফরমান কী ?

উত্তর:-ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে মোগল সম্রাট ফারুকশিয়ারের প্রদত্ত বাংলায় বিনাশুল্কে বহির্বাণিজ্যের অনুমতিপত্র 

 

প্রশ্ন:- কোন সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ?

উত্তর:- ১৭১৭ সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ।

 

প্রশ্ন:- কে কাকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ?

উত্তর:- মোগল সম্রাট ফারুকশিয়ার  ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার দেন ।

Standard

সুলতানী ও মোঘল আমলে সাংস্কৃতিক সমন্বয়

১৭. ছোটো প্রশ্ন ও উত্তর-(Short questions and answers)

 

প্রশ্ন:-  ভারতে তোতাপাখি নামে কে পরিচিত ?

উত্তর:- সুলতানি যুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ সাহিত্যিক আমির খসরু ভারতে তোতাপাখি নামে  পরিচিত ।

 

প্রশ্ন:- বাংলা ভাষায় প্রথম রামায়ন কে রচনা করেন  ?

উত্তর:-  কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম রামায়ন রচনা করেন ।

 

প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচন করেন  ?

উত্তর:- কবি চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচন করেন ।

 

প্রশ্ন:- শফরনামা কাব্য কে রচনা করেন  ?

উত্তর:- পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি শফরনামা কাব্য রচনা করেন  ।

 

প্রশ্ন:- মনসামঙ্গল কাব্য কে রচনা করেন ?

উত্তর:- কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন ।

 

প্রশ্ন:-  মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত কার আমলের কবি ?

উত্তর:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত শাহি বংশের সুলতান জালালউদ্দিন ফতে শাহের আমলের কবি ।

 

প্রশ্ন:- সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্পের একটি উদাহরণ দাও ?

উত্তর:-  কুতুবমিনার একটি সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প।

 

প্রশ্ন:- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?

উত্তর:- আদিনা মসজিদ পশিমবাংলার পান্ডুয়ায়অবস্থিত ।

 

প্রশ্ন:-  হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারীর নাম করো ?

উত্তর:- রূপ গোস্বামী  সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ।

 

প্রশ্ন:-  হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো  ?

উত্তর:- কবিকঙ্কণ  শ্রীকর নন্দী হলেন হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিক ।

 

প্রশ্ন:-  কবিকঙ্কণ কে ছিলেন ?

উত্তর:- কবিকঙ্কণ সুলতান নসরৎশাহের আমলের একজন বিখ্যাত কবি ।

 

প্রশ্ন:- সুলতান নসরৎ শাহের আমলের দুটি স্থাপত্যশিল্পের উল্লেখ কারো ?

উত্তর:- বড়ো সোনা মসজিদ এবং কদম রসুল সুলতান নসরৎ শাহের আমলের দুটি উল্লেখযোগ্য  স্থাপত্যশিল্প ।

 

প্রশ্ন:- বাংলার কোন সুলতানের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ?

উত্তর:- সুলতান হুসেন শাহের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ।

 

প্রশ্ন:- মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন ?

উত্তর:- সুলতানি আমলের কবি পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ প্রথম করেন ।

 

প্রশ্ন:-  শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন ?

উত্তর:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু ।

 

প্রশ্ন:- চৈতন্যচরিতামৃত কার লেখা ?

উত্তর:- চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা ।

 

প্রশ্ন:-  চৈতন্য ভাগবত কার লেখা   ?

উত্তর:- চৈতন্যভাগবত বৃন্দাবন দাসের  লেখা ।

 

প্রশ্ন:- নানকের ধর্মমতের মূল কথা কী ?

উত্তর:- নানকের ধর্মমতের মূল কথা হল এক-ঈশ্বর , গুরু , এবং নামজপ ।

 

প্রশ্ন:- শিখদের দশম গুরু কে ছিলেন ?

উত্তর:- গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখদের দশম গুরু ।

 

প্রশ্ন:-  মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম হল শ্রীচৈতন্য  কবির ।

 

প্রশ্ন:- রামানন্দ কে ছিলেন ?

উত্তর:- রামানন্দ সুলতানি যুগের ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য ছিলেন ।

 

প্রশ্ন:-  নামদেব কে ছিলেন  ?

উত্তর:- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা ।

 

প্রশ্ন:- নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?

উত্তর:- নামদেব মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন ।

 

প্রশ্ন:-  বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব  কে বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ।

 

প্রশ্ন:-  শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্মনামে পরিচিত ।

 

প্রশ্ন:- শাহনামা কাব্যের রচয়িতা কে ?

উত্তর:- শাহনামা কাব্যের রচয়িতা হলেন কবি ফিরদৌসি ।

 

প্রশ্ন:-  কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?

উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

 

প্রশ্ন:-  খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

 

প্রশ্ন:- ভক্তিবাদের মূল কথা কি  ?

উত্তর:- আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ভক্তিবাদের মূল কথা ।

 

প্রশ্ন:-  শিখ ধর্মের প্রবর্তক কে ?

উত্তর:- শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক ।

 

প্রশ্ন:-  শিখদের প্রথম গুরু কে ?

উত্তর:- শিখদের প্রথম গুরু হলেন গুরু নানক 

 

প্রশ্ন:- গুরু নানক কোথায় জন্মগ্রহন করেন  ?

উত্তর:- গুরু নানক লাহোরের কাছে তালবন্দী গ্রামে জন্মগ্রহন করেন ।

 

প্রশ্ন:- গ্রন্থসাহেব কী  ?

উত্তর:- শিখ ধর্ম গুরু নানকের উপদেশবাণীর সংকলনকে গ্রন্থসাহেব বলে ।

 

প্রশ্ন:-  গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা  ?

উত্তর:- গুরু গ্রন্থ সাহিব গুরুমুখী ভাষায় লেখা ।

 

প্রশ্ন:-  ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন ।

 

প্রশ্ন:-  রেহালা কে রচনা করেন  ?

উত্তর:- সুলতানি আমলে ভারতে আগত বিদেশী পর্যটক ইবন বতুতা রেহালা রচনা করেন ।

 

প্রশ্ন:-  ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?

উত্তর:-  ইবন বতুতা আফ্রিকার মরক্কোর অধিবাসী ছিলেন ।

 

প্রশ্ন:-  তহকিক-ই-হিন্দ কার রচনা ?

উত্তর:- গজনির সুলতান মামুদের সভাসদ ও বিখ্যাত পন্ডিত অল-বিরুনি তহকিক-ই-হিন্দ রচনা  করেন         ।

 

প্রশ্ন:- দোঁহা কী ?

উত্তর:- সুলতানি আমলের ভক্তিবাদী নেতা কবিরের উপদেশ সম্বলিত ছোট ছোট কবিতা কে দোঁহা বলে   । এটি হিন্দি ভাষায় লেখা  ।

 

প্রশ্ন:-  মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম হল খাজা মইনউদ্দিন চিস্তি এবং নিজামউদ্দিন আউলিয়া 

 

প্রশ্ন:- রামচরিতমানস কার লেখা  ?

উত্তর:- রামচরিতমানস মুঘল যুগের একজন বিশিষ্ট হিন্দি কবি তুলসীদাস-এর লেখা ।

 

প্রশ্ন:- দাদু কে ছিলেন ?

উত্তর:-  দাদু মধ্য যুগের সুলতানি আমলে ভারতের একজন মুসলমান ভক্তিবাদী নেতা ছিলেন ।

 

প্রশ্ন:- সুরদাস কে ছিলেন ?

উত্তর:- সুরদাস ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত কবি ।

 

প্রশ্ন:- লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয় ?

উত্তর:- মোগল সম্রাট শাজাহানের আমলে লালকেল্লা ও তাজমহল নির্মিত হয় ।

 

প্রশ্ন:- সুলেহকুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহকুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।

 

প্রশ্ন:- টোডরমল কে ছিলেন ?

উত্তর:- টোডরমল ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজস্ব সংক্রান্ত বিষয়ের প্রধান পরামর্শদাতা ।

 

প্রশ্ন:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী  ?

উত্তর:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হল তুজুক-ই-জাহাঙ্গীরি ।

 

প্রশ্ন:-  কোন মোগল সম্রাট চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীর চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ।

 

প্রশ্ন:- ’ ইতমাদ-উদ্-দৌল্লা ’ সৌধ কে তৈরি করেছিলেন ?

উত্তর:- সম্রাট জাহাঙ্গীর ’ ইতমাদ-উদ্-দৌল্লা ’ সৌধ তৈরি করেছিলেন ।

 

প্রশ্ন:-  বাবরের আত্মচরিতের নাম কী  ?

উত্তর:- বাবরের আত্মচরিতের নাম বাবরনামা ।

 

প্রশ্ন:-  হুমায়ুননামা  কার রচনা ?

উত্তর:- বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন ।

 

প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন  ?

উত্তর:- আকবরের রাজকবি আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

 

প্রশ্ন:-  মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম কী  ?

উত্তর:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম বদাউনি ।

 

প্রশ্ন:-  দীন-ই-ইলাহি কী  ?

উত্তর:- দীন-ই-ইলাহি হল সম্রাট আকবরের প্রবর্তিত বিভিন্ন ধর্মের সার কথার সমন্বয়ে গঠিত এক ধর্ম মত ।

 

প্রশ্ন:- ইবাদৎখানা কী ?

উত্তর:- সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্ম-সাভাগৃহের নাম হল ইবাদৎখানা ।

 

প্রশ্ন:-  কোন হিন্দু দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ?

উত্তর:- সম্রাট আকবরের হিন্দু মন্ত্রী বীরবল দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ।

 

প্রশ্ন:- মিঞা তানসেন কে ছিলেন  ?

উত্তর:- মিঞা তানসেন ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ  ।

 

প্রশ্ন:- বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল ?

উত্তর:- মোগল সম্রাট আকবরের আমলে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল ।

 

প্রশ্ন:- সৎনামী বিদ্রোহ কার আমলে কোথায় সংগঠিত হয় ?

উত্তর:- সম্রাট ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ার ও পাতিয়ালা অঞ্চলে সৎনামী বিদ্রোহ সংগঠিত হয় ।

 

প্রশ্ন:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম কী ?

উত্তর:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম আবুল ফজল ও বাদাউনি ।

 

প্রশ্ন:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর  নাম কী ?

উত্তর:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম হল রামদাস এবং তুকারাম ।

 

প্রশ্ন:- বৈজু বাওরা কে ছিলেন  ?

উত্তর:- বৈজু বাওরা মোগল সম্রাট আকবরের দরবারের অন্যতম গায়ক ছিলেন ।

 

প্রশ্ন:-  মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ?

উত্তর:-  মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কাংড়া অঞ্চলেসমধিক প্রসিদ্ধ ছিল ।

**

Standard

ইসলাম ও ভারতবর্ষ 

১৭. ছোটো প্রশ্ন ও উত্তর  ( Short questions and answers) –

 

প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?

উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতান মহম্মদ ঘুরিভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।

 

প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন  ?

উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ ।

 

প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?

উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন ।

 

প্রশ্ন:-  দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ চৌহান রাজা পৃথ্বীরাজ ওমহম্মদ ঘুরি হয়েছিল ।

 

প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?

উত্তর:- খলিফা আলির শাসনকালে ৬৬৩ খ্রিস্টাব্দেআরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।

 

প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে  ?

উত্তর:- ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে ।

 

প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?

উত্তর:- গজনির সুলতান মামুদ ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।

 

প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?

উত্তর:- ১,০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।

 

প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?

উত্তর:- পাঞ্জাবে ( পেশোয়ার-এ ) ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।

 

প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে হয়েছিল ।

 

প্রশ্ন:-  কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?

উত্তর:- ১১৯২ খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।

 

প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।

 

প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবকদিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।

 

প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?

উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম দাসবংশ ।

 

প্রশ্ন:-  গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?

উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতান নাসিরউদ্দিনের শ্বশুর ,

নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালে দিল্লীর সুলতান ।

 

প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?

উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজা লক্ষ্মণসেন ।

 

প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে  ?

উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি 

 

প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি 

 

প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?

উত্তর:- আলাউদ্দিন খলজি ১২৯৬ খ্রিস্টাব্দেসিংহাসনে বসেন।

 

প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন কে করেন  ?

উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন করেন ।

 

প্রশ্ন:- ইলতুৎমিস কে ছিলেন ?

উত্তর:- ইলতুৎমিস ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা , পরবর্তীকালে দিল্লীর সুলতান ।

 

প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?

উত্তর:- ইলতুৎমিস ১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।

 

প্রশ্ন:- ইলতুৎমিসের সময় কোন মোঙ্গল নেতা ভারত অভিযানে আসেন ?

উত্তর:- ইলতুৎমিসের সময় মোঙ্গল নেতা চেঙ্গিস খানভারত অভিযানে আসেন ।

 

প্রশ্ন:- ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেছিলেন ?

উত্তর:- ইলতুৎমিসের মৃত্যুর পর রুকনউদ্দিন ফিরোজদিল্লীর সিংহাসনে বসেছিলেন ।

 

প্রশ্ন:- সুলতানা রাজিয়া কে ছিলেন ?

উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের কন্যা , পরে দিল্লীর সুলতান হয়েছিলেন ।

 

প্রশ্ন:- দিল্লীর প্রথম মহিলা শাসক কে ?

উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর প্রথম মহিলা শাসক ।

 

প্রশ্ন:-  দিল্লীর কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন  ?

উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ।

 

প্রশ্ন:- মালিক কাফুর কে ছিলেন ?

উত্তর:- মালিক কাফুর ছিলেন আলাউদ্দিনের বিখ্যাত সেনাপতি এবং দক্ষিণ ভারত অভিযানের নায়ক ।

 

প্রশ্ন:- খলজি বংশের শেষ সুলতান কে ?

উত্তর:- সুলতান মোবারক খলজি ছিলেন খলজি বংশের শেষ সুলতান ।

 

প্রশ্ন:-  তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?

উত্তর:- সুলতান গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ।

 

প্রশ্ন:- তুঘলক বংশের কোন সুলতানকে দ্বিতীয় আকবর বলা হয় ?

উত্তর:- সুলতান ফিরোজ শাহ কে তুঘলক বংশের দ্বিতীয় আকবর বলা হয় ।

 

প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ?

উত্তর:- সুলতান ফিরোজ শাহ দিল্লীর কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ।

 

প্রশ্ন:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নাম কী ?

উত্তর:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নাম বাহমনি ও বিজয়নগর ।

 

প্রশ্ন:- আমির-ই-কোহি নামে কৃষিবিভাগ কে সৃষ্টি করেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলক আমির-ই-কোহি নামে কৃষিবিভাগ সৃষ্টি করেন ।

 

প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধে কে কার কাছে পরাজিত হয় ?

উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধে দিল্লীর শেষ সুলতান ইব্রাহিম লোদী মধ্য এশিয়া থেকে আগত মোগল বীর জহিরউদ্দিন

মহম্মদ বাবরের কাছে পরাজিত হয়েছিলেন ।

 

প্রশ্ন:- কোন শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ?

উত্তর:- ‘মোঙ্গা’ শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ।

 

প্রশ্ন:- মোঙ্গা শব্দের অর্থ কী ?

উত্তর:- মোঙ্গা শব্দের অর্থ হল নির্ভীক ।

 

প্রশ্ন:-  বাবরের পিতা ও মাতার নাম কী ?

উত্তর:- বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা ও মাতার নাম কুতলুনিগর খানুম ।

 

প্রশ্ন:- বাবরের পিতা কোন রাজ্যের অধিপতি ছিলেন ?

উত্তর:- বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেনতুর্কমেনিস্তানের অন্তর্গত ফারগানা রাজ্যের অধিপতি ।

 

প্রশ্ন:-  প্রথম পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- দিল্লীর শেষ সুলতান ইব্রাহিম লোদী এবং মোগল নেতা বাবরের সঙ্গে প্রথম পাণিপথের যুদ্ধ হয়েছিল   ।

 

প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ।

 

প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলক  তামার মুদ্রার প্রচলন করেন   ।

 

প্রশ্ন:-  তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

উত্তর:- তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতানমহম্মদ-বিন-তুঘলক ।

 

প্রশ্ন:-  দিল্লীর কোন সুলতানের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ।

 

প্রশ্ন:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন  ?

উত্তর:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ ।

 

প্রশ্ন:- সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন ?

উত্তর:- সুলতান আলমশাহ সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন ।

 

প্রশ্ন:- লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?

উত্তর:-  লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম বহলুল লোদী

 

প্রশ্ন:- লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন  ?

উত্তর:- সুলতান ইব্রাহিম লোদী ছিলেন লোদী বংশের শেষ সুলতান ।

 

প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল  ?

উত্তর:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ।

 

প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবরও মেবারের রাণা সংগ্রাম সিংহের  মধ্যে সংঘটিত হয়েছিল।

 

প্রশ্ন:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন  ?

উত্তর:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রাণা সংগ্রাম সিংহের ।

 

প্রশ্ন:- কোন বছর ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ?

উত্তর:- ১৫২৯ খ্রিস্টাব্দে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।

 

প্রশ্ন:-  ঘর্ঘরার যুদ্ধ কোথায় হয়েছিল ?

উত্তর:- পাটনার কাছে ঘর্ঘরা নদীর তীরে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।

 

প্রশ্ন:- ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- বাংলা ও বিহারের আফগানদের শক্তি-জোটেরসঙ্গে মোগল সম্রাট বাবরের ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।

 

প্রশ্ন:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন কে করেন ?

উত্তর:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন করেন শেরশাহ ।

 

প্রশ্ন:- আকবার কে ছিলেন ?

উত্তর:- আকবার ছিলেন মোগল সম্রাট হুমায়ুনের পুত্রএবং পরবর্তীকালে মোগল সম্রাট ।

 

প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- ১৫৫৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় পাণিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।

 

প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ আকবর ও শূরবংশের সেনাপতি হিমুর মধ্যে সংঘটিত হয়েছিল ।

 

প্রশ্ন:-  হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয় ।

 

প্রশ্ন:-  ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?

উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ মোগল সম্রাট আকবর ও মেবারের রাণা প্রতাপ সিংহের  মধ্যে সংঘটিত হয় ।

 

প্রশ্ন:- রাণা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন  ?

উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ মোগলদের কাছে পরাজিত হন ।

 

প্রশ্ন:- মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?

উত্তর:- মোগল সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রচলন করেন ।

 

প্রশ্ন:- মিঞা তানসেন কার দরবারে বিরাজ করতেন  ?

উত্তর:- মিঞা তানসেন সম্রাট আকবরের দরবারে বিরাজ করতেন ।

 

প্রশ্ন:- বীরবল কে ছিলেন ?

উত্তর:- বীরবল  ছিলেন সম্রাট আকবরের মন্ত্রী।

 

প্রশ্ন:- বাবরের মৃত্যুর পর কে মোগল সম্রাট হন ?

উত্তর:- বাবরের মৃত্যুর পর বাবরের জ্যৈষ্ঠপুত্র হুমায়ুনমোগল সম্রাট হন   ।

 

প্রশ্ন:-  শেরশাহ কোন বংশীয় ব্যক্তি ছিলেন ?

উত্তর:- শেরশাহ আফগান বংশীয় ব্যক্তি ছিলেন ।

 

প্রশ্ন:- শেরশাহের পূর্ব নাম কী ?

উত্তর:- শেরশাহের পূর্ব নাম ফরিদ খাঁ ।

 

প্রশ্ন:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ?

উত্তর:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন ।

 

প্রশ্ন:-  কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ?

উত্তর:- কনৌজের যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ।

 

প্রশ্ন:-  কনৌজের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- ১৫৪০ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।

 

প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।

 

প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।

 

প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ।

 

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন  ।

 

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ।

 

প্রশ্ন:- ময়ুর সিংহাসন কে তৈরি করেছিলেন ?

উত্তর:- সম্রাট শাহজাহান ময়ুর সিংহাসন তৈরি করেছিলেন ।

 

প্রশ্ন:- পারস্য সম্রাট নাদীর শাহ কোন বছর ভারত আক্রমণ করেন ?

উত্তর:- ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদীর শাহ ভারত আক্রমণ করেন ।

 

প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল ।

 

প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল    ?

উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা শক্তি এবং আহম্মদ শাহ আবদালীর মধ্যে সংঘটিত হয়েছিল ।

 

প্রশ্ন:- গো-ব্রাহ্মণ পালক অভিধা কে গ্রহন করেছিলেন  ?

উত্তর:- শিবাজী গো-ব্রাহ্মণ পালক অভিধা গ্রহন করেছিলেন।

 

প্রশ্ন:- ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেছিলেন ?

উত্তর:- ঔরঙ্গজেবের সেনাপতি শায়েস্তা খাঁ কে শিবাজী পালিয়ে যেতে বাধ্য করেছিলেন ।

 

প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদেরসঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।

 

প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কবে হয়েছিল ?

উত্তর:-  ১৬৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।

 

প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তর:- নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন ।

 

প্রশ্ন:-  কত খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ?

উত্তর:- ১৬৩২ খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ।

 

প্রশ্ন:-  আলমগির-বাদশাহ-গাজি উপাধি কে গ্রহন করেছিলেন ?

উত্তর:- সম্রাট ঔরঙ্গজেব আলমগির-বাদশাহ-গাজি উপাধি গ্রহন করেছিলেন ।

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?

উত্তর:- ১৭০৭  খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ।

 

প্রশ্ন:- মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন  ?

উত্তর:- শিবাজী মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা  ছিলেন ।

 

প্রশ্ন:- কবে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?

উত্তর:- ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।

 

প্রশ্ন:- কোন দুর্গে  শিবাজীর রাজ্যাভিষেক হয় ?

উত্তর:- রায়গড় দুর্গে ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।

 

প্রশ্ন:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব কে ছিলেন ?

উত্তর:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব ছিলেন নবাব আলিবর্দি খাঁ ।

 

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ?

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ।

 

প্রশ্ন:-  পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে সুবে বাংলার নবাব সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের পলাশির যুদ্ধ হয়েছিল।

 

প্রশ্ন:- পলাশির যুদ্ধে  সিরাজদৌলার বিপক্ষে কারা ছিলেন ?

উত্তর:- পলাশির যুদ্ধে  রাজবল্লভ, ঘসিটি বেগম , মিরন  সিরাজদৌলার বিপক্ষে ছিলেন ।

****

Standard

প্রাচীন ভারতের সমাজ , অর্থনীতি ও সংস্কৃতি 

২০. ছোটো প্রশ্ন ও উত্তর  ( Short questions and answers) –

 

প্রশ্ন:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য কী কী ছিল  ?

উত্তর:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য ছিল (১) বিভিন্ন রকম মসলা এবং (২) মসলিন বস্ত্র 

 

প্রশ্ন:- মৌর্যযুগে প্রধান অভ্যন্তরীণ জলপথ কী কী ছিল  ?

উত্তর:- গঙ্গা, যমুনা, গোদাবরী, ও সিন্ধুনদ ছিল মৌর্যযুগের প্রধান অভ্যন্তরীণ জলপথ ।

 

প্রশ্ন:- মৌর্যযুগে স্থল নিয়ামক কাকে বলা হত ?

উত্তর:- স্থলপথে বণিকদের পথ দেখাবার জন্য এক শ্রেণীর সরকারি কর্মচারীকে মৌর্যযুগে স্থল নিয়ামক বলা হত  ।

 

প্রশ্ন:- মৌর্যোত্তর যুগের কোন শিলালিপি থেকে তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ?

উত্তর:- নাসিক গুহালিপি থেকে মৌর্যোত্তর যুগের তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন যুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ?

উত্তর:- প্রাচীন ভারতের গুপ্তযুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ।

 

প্রশ্ন:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় কি বলা হয়েছে ?

উত্তর:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় ব্রাত্য ক্ষত্রিয় বলা হয়েছে ।

 

প্রশ্ন:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি কোন শ্রেণির মানুষ ছিল ?

উত্তর:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি ইউ-চি নামে যাযাবর শ্রেণির মানুষ ছিল  ।

 

প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের পরে ভারতীয় সমাজে নারীর মর্যাদা কেমন ছিল ?

উত্তর:- পরবর্তী বৈদিকযুগের পর থেকে ভারতীয় সমাজে নারীর মর্যাদা ক্রমশ কমতে থাকে ।

 

প্রশ্ন:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা কোন সময় থেকে চালু হয় ?

উত্তর:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা পরবর্তী বৈদিকযুগের পর থেকে চালু হয় ।

 

প্রশ্ন:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল ?

উত্তর:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম ছিল বঙ্গ, কাশী , কঙ্কোন, ও মহীশূর  ।

 

প্রশ্ন:- গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ?

উত্তর:- গুপ্তযুগে ভারতবর্ষের বস্ত্রশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ।

 

প্রশ্ন:- অশ্বঘোষ কে ছিলেন ?

উত্তর:- অশ্বঘোষ ছিলেন কুষাণযুগের প্রখ্যাত নাট্যকার ।

 

প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল  ?

উত্তর:- কুষাণ রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ।

 

প্রশ্ন:- কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল  ?

উত্তর:- গুপ্তযুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ।

 

প্রশ্ন:- বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন  ?

উত্তর:- ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার  প্রতিষ্ঠা করেন ।

 

প্রশ্ন:- হরিচরিত কাব্য কে রচনা করেন ?

উত্তর:- চতুর্ভুজ হরিচরিত কাব্য রচনা করেন ।

 

প্রশ্ন:- অতীশ দীপঙ্কর কে ছিলেন ?

উত্তর:- অতীশ দীপঙ্কর ছিলেন একজন জগৎবিখ্যাত পন্ডিত , বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা ।

 

প্রশ্ন:-  গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কী ?

উত্তর:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হল আর্যভট্ট ।

 

প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হল সেন রাজা বল্লালসেন ।

 

প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ কোন যুগে রচিত হয়েছিল ?

উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ সেনযুগে কোন যুগে রচিত হয়েছিল ।

 

প্রশ্ন:- মৃচ্ছকটিক কে রচনা করেন ?

উত্তর:- কুষাণযুগের নাট্যকার শূদ্রক মৃচ্ছকটিক রচনা করেন ।

 

প্রশ্ন:-  স্বপ্নবাসবদত্তা নাটকটি কে রচনা করেন ?

উত্তর:- স্বপ্নবাসবদত্তা নাটকটি ভাস রচনা করেন ।

 

প্রশ্ন:-  কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কী উপাধিতে ভূষিত হয়েছিল  ?

উত্তর:- কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধিতে ভূষিত হয়েছিল ।

 

প্রশ্ন:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম কী ?

উত্তর:- গুপ্তযুগের একজন বৌদ্ধ দার্শনিকের নাম হল বসুবন্ধু ।

 

প্রশ্ন:-কোন ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ?

উত্তর:- পালযুগের মাগধী অপভ্রংশ ভাষা থেকে বাংলা উৎপত্তি হয় ।

 

প্রশ্ন:- লক্ষ্মণসেনের সভাকবির নাম কী  ?

উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নাম জয়দেব ।

 

প্রশ্ন:- গীতগোবিন্দ কে রচনা করেন ?

উত্তর:- লক্ষ্মণসেনের সভাকবির নাম জয়দেবগীতগোবিন্দ রচনা করেন ।

 

প্রশ্ন:- পালযুগে বৌদ্ধধর্মের কোন মতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ?

উত্তর:- পালযুগে বৌদ্ধধর্মের সহজযান বা সহজিয়ামতবাদ বেশি গুরুত্ব লাভ করেছিল ।

 

প্রশ্ন:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কী ?

উত্তর:- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল মগধে প্রতিষ্ঠিত বিক্রমশীলা মহাবিহার ।

 

প্রশ্ন:- পাল যুগের একজন ভাস্করের নাম লেখো ?

উত্তর:- পাল যুগের একজন ভাস্করের নাম ধীমান ।

 

প্রশ্ন:- কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল  ?

উত্তর:- পল্লব রাজা নরসিংহবর্মনের আমলে মহাবলীপুরমের রথমন্দিরগুলি নির্মিত হয়েছিল ।

 

প্রশ্ন:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম লেখো ?

উত্তর:- রাষ্ট্রকুট আমলে নির্মিত একটি মন্দিরের নাম ইলোরার কৈলাসনাথ মন্দির ।

 

প্রশ্ন:-  বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থের রচয়িতা হল বিলহণ ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর কোন রচনার জন্য খ্যাত  ?

উত্তর:- প্রাচীন ভারতের লেখক বিলহণ তাঁর বিক্রমাঙ্কদেবচরিত গ্রন্থ রচনার জন্য খ্যাত ।

 

প্রশ্ন:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা কে ?

উত্তর:- মিতক্ষরা নামে হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা হল বিজ্ঞানেশ্বর ।

 

প্রশ্ন:- বিক্রমশীলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- বিক্রমশীল উপাধিধারী পাল রাজা ধর্মপালের নাম অনুসারে বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠিত হয় ।

 

প্রশ্ন:- সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?

উত্তর:- সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিত গ্রন্থের লেখক ।

 

প্রশ্ন:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কী ?

উত্তর:- পাল ও সেনযুগে বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত ।

 

প্রশ্ন:- বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ?

উত্তর:- সেনরাজা বল্লালসেন বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন করেন ।

 

প্রশ্ন:- মহাবলীপুরমের রথ কী ?

উত্তর:- মহাবলীপুরমের রথ হল পল্লবযুগে মামল্ল শিল্পরীতি অনুসরণ করে একটি পাথর কেটে নির্মিত রথাকৃতি

মন্দির ।

 

প্রশ্ন:- দায়ভাগ কে রচনা করেন ?

উত্তর:- জীমুতবাহন দায়ভাগ রচনা করেন ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতের কবি ভারবী তাঁর কোন রচনার জন্য খ্যাত ?

উত্তর:- কবি ভারবী তাঁর কিরাতার্জুনীয় গ্রন্থ রচনার জন্য খ্যাত ।

 

প্রশ্ন:- চরক কে ছিলেন ?

উত্তর:- চরক ছিলেন কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ?

উত্তর:- প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত প্রথম প্রামাণ্য গ্রন্থ হল চরক-সংহিতা ।

 

প্রশ্ন:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- চরক-সংহিতা গ্রন্থের রচয়িতা হল চরক 

 

প্রশ্ন:- ধন্বন্তরী কে ছিলেন  ?

উত্তর:- ধন্বন্তরী ছিলেন গুপ্তযুগের একজন চিকিৎসাবিজ্ঞানী  ।

 

প্রশ্ন:-  অদ্বৈতবাদ কে প্রচার করেছিলেন  ?

উত্তর:- জগৎগুরু শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেছিলেন   ।

 

প্রশ্ন:-  পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম কী ?

উত্তর:- পালযুগের একটি বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয় ।

 

প্রশ্ন:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম কী  ?

উত্তর:- গুপ্তযুগে দুজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম হল আর্যভট্ট ও বরাহমিহির ।

 

প্রশ্ন:-  প্রাচীন ভারতের কোন গ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ?

উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থে সুর্য ও চন্দ্র গ্রহণের কারণের বিবরণ আছে ।

 

প্রশ্ন:-  সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা ?

উত্তর:- সূর্য-সিদ্ধান্ত গ্রন্থটি গুপ্তযুগের বিখ্যাত বিজ্ঞানী আর্যভট্টের লেখা  ।

 

প্রশ্ন:- বাণভট্ট কে ছিলেন ?

উত্তর:- চিকিৎসাশাস্ত্রে গুপ্তযুগে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন বাণভট্ট –চিকিৎসাবিজ্ঞানে চরক ও সুশ্রুতের পরেই ছিল তাঁর স্থান

 

প্রশ্ন:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম লেখো ?

উত্তর:- পশু চিকিৎসার ওপর গুপ্তযুগে লেখা দুটি গ্রন্থের নাম হল হস্তায়ুর্বেদ এবং অশ্বশাস্ত্র ।

Standard

গুপ্ত পরবর্তী ভারত 

১৯. ছোটো প্রশ্ন ও উত্তর-(Short questions and answers)

 

প্রশ্ন:- হর্ষবর্ধন দাক্ষিনাত্যের কোন রাজার কাছে পরাজিত হয়েছিলেন ?

উত্তর:- হর্ষবর্ধন দাক্ষিনাত্যের চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কাছে পরাজিত হয়েছিলেন ।

 

প্রশ্ন:- গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন গৌড়রাজ শশাংক 

 

প্রশ্ন:- বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ?

উত্তর:- গৌড়রাজ শশাংক বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ।

 

প্রশ্ন:- থানেশ্বর রাজ্য কে স্থাপন করেন ?

উত্তর:- প্রভাকরবর্ধন থানেশ্বর রাজ্য স্থাপন করেন ।

 

প্রশ্ন:- হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ ।

 

প্রশ্ন:- মিহিরকুল কে ছিলেন ?

উত্তর:- মিহিরকুল ছিলেন একজন হুন নেতা 

 

প্রশ্ন:- হিউয়েন-সাঙ কে ছিলেন  ?

উত্তর:- হিউয়েন-সাঙ ছিলেন চিনদেশীয় পরিব্রাজক যিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতে উত্তরাপথের সর্বাধিনায়ক বা সকল উত্তরপথনাথ কাকে বলা হত ?

উত্তর:- হর্ষবর্ধন কে প্রাচীন ভারতে উত্তরাপথের সর্বাধিনায়ক বা সকল উত্তরপথনাথ বলা হত ।

 

প্রশ্ন:- হিউয়েন-সাঙ রচিত বিবরণীর নাম কী ?

উত্তর:- হিউয়েন-সাঙ রচিত বিবরণীর নাম সি-ইউ-কি 

 

প্রশ্ন:- প্রয়াগের মেলা কি নামে পরিচিত ছিল ?

উত্তর:- প্রয়াগের মেলা মহামোক্ষ ক্ষেএ নামে পরিচিত ছিল ।

 

প্রশ্ন:- হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চিনদেশীয় পরিব্রাজক ভারতে আসেন ?

উত্তর:- হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন-সাঙ ভারতে আসেন ।

 

প্রশ্ন:- হর্ষচরিত কে রচনা করেন ?

উত্তর:- বাণভট্ট হর্ষচরিত রচনা করেন ।

 

প্রশ্ন:- ত্রি-শক্তি সংগ্রাম কোন কোন রাজ্যের মধ্যে হয়েছিল ?

উত্তর:- ত্রি-শক্তি সংগ্রাম পাল, প্রতিহার,ও রাষ্ট্রকুটবংশের মধ্যে হয়েছিল ।

 

প্রশ্ন:- মাৎস্যন্যায়ের যুগ বলতে কি বোঝায় ?

উত্তর:- বাংলার শশাঙ্কের পরবর্তী যুগের অরাজকতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকে  মাৎস্যন্যায়ের যুগ বলে 

 

প্রশ্ন:- বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ?

উত্তর:- গোপালদেব বাংলার প্রথম নির্বাচিত নরপতি ।

 

প্রশ্ন:- সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর:- সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেনমতান্তরে কেশব সেন ।

 

প্রশ্ন:- তুঙ্গভদ্রা নদী কোথায় অবস্থিত ?

উত্তর:- দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ অঞ্চলে তুঙ্গভদ্রা নদী অবস্থিত ।

 

প্রশ্ন:- বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নাম কি ?

উত্তর:- বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নাম প্রথম পুলকেশী

 

প্রশ্ন:- চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি  ?

উত্তর:- চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম  দ্বিতীয় পুলকেশী ।

 

প্রশ্ন:- কোন দুই দক্ষিণ ভারতীয় রাজবংশ সপ্তম শতাব্দিতে সংঘাতে লিপ্ত হয় ?

উত্তর:- চালুক্য ও পল্লব রাজবংশ সপ্তম শতাব্দিতে সংঘাতে লিপ্ত হয় ।

 

প্রশ্ন:- রাষ্ট্রকুট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- রাষ্ট্রকুট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ ।

 

প্রশ্ন:- পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল ।

 

প্রশ্ন:- পাল রাজবংশের প্রথম রাজা কে  ?

উত্তর:- পাল রাজবংশের প্রথম রাজা গোপাল ।

 

প্রশ্ন:- পাল রাজবংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন  ?

উত্তর:- পাল রাজবংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল ।

 

প্রশ্ন:- সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ?

উত্তর:- বিজয় সেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা ।

 

প্রশ্ন:- কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তর:- বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন ।

 

প্রশ্ন:- কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার কে ছিলেন ?

উত্তর:- ষষ্ঠ বিক্রমাদিত্য কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার ছিলেন ।

 

প্রশ্ন:- পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?

উত্তর:- শিবস্কন্দবর্মণ ছিলেন পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা ।

 

প্রশ্ন:- কোন রাজার রাজত্বকালে হিউয়েন-সাঙ পল্লব রাজ্যে আসেন ?

উত্তর:- পল্লব রাজ প্রথম নরসিংহবর্মণের রাজত্বকালে হিউয়েন-সাঙ পল্লব রাজ্যে আসেন ।

 

প্রশ্ন:- পল্লবদের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি নগরে ।

 

প্রশ্ন:-  পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার কে ছিলেন ?

উত্তর:- পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার ছিলেন প্রথম নরসিংহবর্মণ ।

 

প্রশ্ন:- পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর:- পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ?

উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল  শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ।

 

প্রশ্ন:- চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উত্তর:- চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্রচোল 

 

প্রশ্ন:- কোন প্রাচীন ভারতীয় রাজশক্তি খ্রিস্ট পরবর্তী একাদশ শতাব্দিতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেন  ?

উত্তর:- দক্ষিণ ভারতের চোল রাজশক্তি খ্রিস্ট পরবর্তী একাদশ শতাব্দিতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেন ।

 

প্রশ্ন:- গঙ্গোইকোণ্ড উপাধি কে ধারণ করেন ?

উত্তর:- চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা রাজেদ্র চোলগঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন ।

 

প্রশ্ন:- রাজেদ্র চোল গঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন কেন  ?

উত্তর:- পাল বংশীয় রাজা মহীপাল কে পরাজিত করে রাজেদ্র চোল গঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন ।

 

প্রশ্ন:- চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি ?

উত্তর:- চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম ছিল চোলরাজ কুলোতুঙ্গ ।

 

প্রশ্ন:- শশাঙ্কের রাজধানীর নাম কি  ?

উত্তর:- শশাঙ্কের রাজধানীর নাম কর্ণসুবর্ণ ।

 

প্রশ্ন:- গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে  ?

উত্তর:- গৌড় সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠাতা করেন শশাঙ্ক ।

 

প্রশ্ন:-  কাদম্বরী কে রচনা করেন ?

উত্তর:- হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট কাদম্বরী রচনা করেন ।

 

প্রশ্ন:-  কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন  ?

উত্তর:- কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিব্যক ।

 

প্রশ্ন:-  কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ ঘটে ছিল  ?

উত্তর:- পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ ঘটে ছিল ।

 

প্রশ্ন:- চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন  ?

উত্তর:- চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কারিকল ।

Standard

বিম্বিসার থেকে গুপ্ত যুগ

১৬. ছোটো প্রশ্ন ও উত্তর – [ Short questions and &answers ]

প্রশ্ন:- পূর্ব ভারতের কোন শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল ?

উত্তর:- পূর্ব ভারতের রাজগৃহ শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল ।

প্রশ্ন:- বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন ?

http://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8444147525660602&format=300×250&output=html&ad_type=image&url=http%3A%2F%2Fbengalstudents.com%2Fbooks%2Fclass-ix-history-study%2F%25E0%25A6%259B%25E0%25A7%258B%25E0%25A6%259F%25E0%25A7%258B-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25A8-%25E0%25A6%2593-%25E0%25A6%2589%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25B0-%25E0%25A6%25A4%25E0%25A7%2583%25E0%25A6%25A4%25E0%25A7%2580%25E0%25A7%259F&dt=1480434730680&correlator=6443843182152&ref=http%3A%2F%2Fgoogleweblight.com%2F%3Flite_url%3Dhttp%3A%2F%2Fbengalstudents.com%2Fbooks%2Fclass-ix-history-study%2F%2525E0%2525A6%2525A4%2525E0%2525A7%252583%2525E0%2525A6%2525A4%2525E0%2525A7%252580%2525E0%2525A7%25259F-%2525E0%2525A6%252585%2525E0%2525A6%2525A7%2525E0%2525A7%25258D%2525E0%2525A6%2525AF%2525E0%2525A6%2525BE%2525E0%2525A7%25259F%2525E0%2525A6%252583-%2525E0%2525A6%2525B0%2525E0%2525A6%2525BE%2525E0%2525A6%25259C%2525E0%2525A6%2525B6%2525E0%2525A6%252595%2525E0%2525A7%25258D%2525E0%2525A6%2525A4%2525E0%2525A6%2525BF%2525E0%2525A6%2525B0-%2525E0%2525A6%252589%2525E0%2525A6%2525A4%2525E0%2525A7%25258D%2525E0%2525A6%2525A5%2525E0%2525A6%2525BE%2525E0%2525A6%2525A8%26lc%3Den-IN%26s%3D1%26m%3D483%26host%3Dwww.google.co.in%26ts%3D1480434691%26sig%3DAF9Nedm6QIDf-mufE61uTJ5THymlMJrFVA&ifi=1

উত্তর:- হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার বুদ্ধদেবের সমসাময়িক মগধের রাজা ছিলেন ।

প্রশ্ন:- বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর:- বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন ।

প্রশ্ন:- মগধের কোন রাজা সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ?

উত্তর:- মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ।

প্রশ্ন:- অশোক কবে সিংহাসনে বসেন ?

উত্তর:- অশোক খ্রিষ্টপূর্ব ২৭৩ অব্দে সিংহাসনে বসেন ।

প্রশ্ন:- আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ?

উত্তর:- আলেকজান্ডার ইউরোপ মহাদেশের গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন ।

প্রশ্ন:-মহাজন শব্দের অর্থ কী ?

উত্তর:- মহাজন শব্দের অর্থ বৃহত রাজ্য 

প্রশ্ন:- ষোড়শ মহাজনপদ কাকে বলা হত ?

উত্তর:- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে সমগ্র ভারতে যে ১৬টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয় , তাদের ষোড়শ মহাজনপদ বলা হত ।

প্রশ্ন:- ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কী  ?

উত্তর:- ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম অস্মক 

প্রশ্ন:- ষোড়শ মহাজনপদের  মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম কী ?

http://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8444147525660602&format=300×250&output=html&ad_type=image&url=http%3A%2F%2Fbengalstudents.com%2Fbooks%2Fclass-ix-history-study%2F%25E0%25A6%259B%25E0%25A7%258B%25E0%25A6%259F%25E0%25A7%258B-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25A8-%25E0%25A6%2593-%25E0%25A6%2589%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25B0-%25E0%25A6%25A4%25E0%25A7%2583%25E0%25A6%25A4%25E0%25A7%2580%25E0%25A7%259F&dt=1480434730752&correlator=7789095314170&ref=http%3A%2F%2Fgoogleweblight.com%2F%3Flite_url%3Dhttp%3A%2F%2Fbengalstudents.com%2Fbooks%2Fclass-ix-history-study%2F%2525E0%2525A6%2525A4%2525E0%2525A7%252583%2525E0%2525A6%2525A4%2525E0%2525A7%252580%2525E0%2525A7%25259F-%2525E0%2525A6%252585%2525E0%2525A6%2525A7%2525E0%2525A7%25258D%2525E0%2525A6%2525AF%2525E0%2525A6%2525BE%2525E0%2525A7%25259F%2525E0%2525A6%252583-%2525E0%2525A6%2525B0%2525E0%2525A6%2525BE%2525E0%2525A6%25259C%2525E0%2525A6%2525B6%2525E0%2525A6%252595%2525E0%2525A7%25258D%2525E0%2525A6%2525A4%2525E0%2525A6%2525BF%2525E0%2525A6%2525B0-%2525E0%2525A6%252589%2525E0%2525A6%2525A4%2525E0%2525A7%25258D%2525E0%2525A6%2525A5%2525E0%2525A6%2525BE%2525E0%2525A6%2525A8%26lc%3Den-IN%26s%3D1%26m%3D483%26host%3Dwww.google.co.in%26ts%3D1480434691%26sig%3DAF9Nedm6QIDf-mufE61uTJ5THymlMJrFVA&ifi=1

উত্তর:- ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম হল বৃজি ও মল্ল ।

প্রশ্ন:-  ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয়  ?

উত্তর:- ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয় ।

প্রশ্ন:- আলেকজান্ডার কবে ভারত আক্রমণ ?

উত্তর:- আলেকজান্ডার ৩২৭ খ্রিষ্টপূর্বাব্দে ভারত আক্রমণ ।

প্রশ্ন:- কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করেন ?

উত্তর:- পারসিক জাতি ( খ্রিষ্টপূর্ব ৫৫৮ অব্দে মগদরাজ বিম্বিসারের আমলে )  প্রথম ভারত আক্রমণ করেন ।

প্রশ্ন:- মগধের কোন রাজার রাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ?

উত্তর:- মগধের নন্দ বংশের শেষ রাজা ধননন্দেররাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।

প্রশ্ন:- নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন  ?

উত্তর:- নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ ।

প্রশ্ন:- আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর-পশ্চিম ভারতের দুটি রাজতন্ত্রী রাজ্যের নাম লেখো ?

উত্তর:- আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর-পশ্চিম ভারতের রাজতন্ত্রী রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল তক্ষশীলা ও পুরু ।

প্রশ্ন:- তক্ষশীলার কোন ভারতীয় শাসক প্রথমে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন ?

উত্তর:- তক্ষশীলার রাজা অম্ভি ভারতীয় শাসকদের মধ্যে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন।

প্রশ্ন:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস নামে এক গ্রিক দূত ভারতে আসেন ।

প্রশ্ন:- ইন্ডিকা কে রচনা করেন ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন ।

প্রশ্ন:- অর্থশাস্ত্র কে রচনা করেন ?

উত্তর:- মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চানক্য অর্থশাস্ত্র কে রচনা করেন ।

প্রশ্ন:- বিন্দুসার কে ছিলেন ?

উত্তর:- বিন্দুসার মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ও পরবর্তীকালে মৌর্যসম্রাট ছিলেন ।

প্রশ্ন:- বিন্দুসার কী উপাধি ধারণ করেছিলেন ?

উত্তর:- বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন ।

প্রশ্ন:- অমিত্রাঘাত বলতে কী বোঝায় ?

উত্তর:- অমিত্রাঘাত শব্দের অর্থ শত্রু নিধন ।

প্রশ্ন:- বিম্বিসার কে ছিলেন ?

উত্তর:- গৌতমবুদ্ধের সমসাময়িক বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন ।

প্রশ্ন:- অজাতশত্রু কে ছিলেন ?

উত্তর:- অজাতশত্রু মগধের হর্ষঙ্ক বংশের রাজা ও বিন্বিসারের পুত্র  ছিলেন ।

প্রশ্ন:-  মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ।

প্রশ্ন:- চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিস্ট-পূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন ।

প্রশ্ন:- মেগাস্থিনিস কে ছিলেন ?

উত্তর:- মেগাস্থিনিস ছিলেন মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত ।

প্রশ্ন:- কোন বিদেশীলেখকের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ?

উত্তর:- মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ।

প্রশ্ন:- নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- মহাপদ্ম নন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা ।

প্রশ্ন:- মৌর্য বংশে অশোকের পূর্ববর্তী শাসক কে ছিলেন ?

উত্তর:- বিন্দুসার মৌর্য বংশে অশোকের পূর্ববর্তী শাসক কে ছিলেন  ।

প্রশ্ন:- সম্রাট অশোকের রাজ্যাভিষেক কবে হয়েছিল  ?

উত্তর:- ২৬৯ খ্রিস্টপূর্বাব্দেসম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল ।

প্রশ্ন:- সম্রাট অশোকের রজত্বকাল কত সাল পর্যন্ত ব্যাপ্ত ছিল ?

উত্তর:- সম্রাট অশোকের রজত্বকাল ২৭৩ – ২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্যাপ্ত ছিল ।

প্রশ্ন:- ‘দেবানাং প্রিয়’ উপাধি কে ধারণ করেন ?

উত্তর:- মৌর্যসম্রাট অশোক ‘দেবানাং প্রিয়’ উপাধি ধারণ করেন ।

প্রশ্ন:- ‘দেবানাং প্রিয়’ শব্দের অর্থ কী  ?

উত্তর:- ‘দেবানাং প্রিয়’ শব্দের অর্থ হল দেবতাদের প্রিয়

প্রশ্ন:- সম্রাট অশোকের কোন পুত্র ও কন্যা সিংহলে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন ?

উত্তর:- সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাসিংহলে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন।

প্রশ্ন:- সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উত্তর:- সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম গৌতমীপুত্র সাতকর্ণী ।

প্রশ্ন:- ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেন ?

উত্তর:- উত্তর-পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেন ।

প্রশ্ন:- সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান নগরে ।

প্রশ্ন:- নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে ?

উত্তর:- সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণীরকীর্তি নাসিক প্রশস্তিতে বর্ণিত হয়েছে ।

প্রশ্ন:- ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা কে  ?

উত্তর:- ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজল কদফিসিস ।

প্রশ্ন:-কণিষ্ক কোন অব্দের প্রচলন করেন ?

উত্তর:- কণিষ্ক শকাব্দের প্রচলন করেন ।

প্রশ্ন:- কণিষ্ক কত সালে সিংহাসনে বসেন ?

উত্তর:- আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে কণিষ্ক সিংহাসনে বসেন  ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয় ?

উত্তর:- আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয় ।

প্রশ্ন:- কণিষ্কের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- পাকিস্তানের পেশোয়ার-এ কণিষ্কের রাজধানী ছিল ।

প্রশ্ন:- শেষ মৌর্যসম্রাট কে ছিলেন ?

উত্তর:- শেষ মৌর্যসম্রাট ছিলেন বৃহদ্রথ ।

প্রশ্ন:- মৌর্য সাম্রাজ্যের পতন কবে হয় ?

উত্তর:- খ্রিষ্টপূর্ব ১৮৫ অব্দে মৌর্য সাম্রাজ্যের পতন হয় ।

প্রশ্ন:- মৌর্য সাম্রাজ্যের পতন কে ঘটান ?

উত্তর:- মৌর্য সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান ।

প্রশ্ন:- সারনাথ স্তম্ভের শীর্ষে কী মূর্তি রয়েছে ?

উত্তর:- সারনাথ স্তম্ভের শীর্ষে সিংহমূর্তি রয়েছে ।

প্রশ্ন:- সারনাথ স্তম্ভের শীর্ষে কী চক্র আছে ?

উত্তর:- সারনাথ স্তম্ভের শীর্ষে অশোকচক্র আছে ।

প্রশ্ন:- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- সিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ।

প্রশ্ন:- কণিষ্কের রাজধানীর নাম কী ছিল ?

উত্তর:- কণিষ্কের রাজধানীর নাম ছিল পুরুষপুর ।

প্রশ্ন:- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি কোনটি  ?

উত্তর:- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি হল পেশোয়ারে নির্মিত ৬৩৮ ফুট উচ্চতা বিশিষ্ট বৌদ্ধ মঠ ।

প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে ?

উত্তর:- কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে ।

প্রশ্ন:- কুষাণযুগে কোন শিল্পরীতির প্রসার ঘটে ?

উত্তর:- কুষাণযুগে গান্ধার শিল্পরীতির প্রসার ঘটে ।

প্রশ্ন:- গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির সংমিশ্রণ ?

উত্তর:- গান্ধার শিল্পরীতি ছিল গ্রিক, রোমান ও ভারতীয়শিল্পরীতির সংমিশ্রণ ।

প্রশ্ন:- গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন ?

উত্তর:- গৌতমীপুত্র সাতকর্ণী শক্তিশালী শক  ক্ষত্রপ নহপান-কে পরাজিত করেন ।

প্রশ্ন:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে  ?

উত্তর:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত , মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত 

প্রশ্ন:- শকারি উপাধি কে গ্রহন করেছিলেন ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহন করেছিলেন ।

প্রশ্ন:- শকারি কাকে বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে শকারি বলা হয় ।

প্রশ্ন:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে কেন শকারি বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান ।

প্রশ্ন:- কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয়  ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয় ।

প্রশ্ন:- খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে কোন বিদেশি জাতি ভারত আক্রমণ করে ?

উত্তর:- খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে হুন জাতি ভারত আক্রমণ করে ।

প্রশ্ন:- ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তর:- ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তেররাজত্বকালে ভারতে আসেন  ।

প্রশ্ন:- ফা-হিয়েন কে ছিলেন ?

উত্তর:- ফা-হিয়েন চীনদেশীয় পরিব্রাজক ছিলেন  ।

প্রশ্ন:- ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী ?

উত্তর:- ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম ফো-কুও-কি ।

প্রশ্ন:- গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম কী ?

উত্তর:- গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম দ্বিতীয় জীবিত গুপ্ত ।

প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেন ?

উত্তর:- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেন  ।

প্রশ্ন:- কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান বলা হয় ।

প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর:- সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ।

প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তিতে কিসের বর্ণনা আছে  ?

উত্তর:- এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের রাজ্যজয়েরবর্ণনা আছে ।

প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ?

উত্তর:-  গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত ।

প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত  হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ।

প্রশ্ন:- ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় ।

প্রশ্ন:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী রাজা বলা হয়  ?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ।

প্রশ্ন:- বিশাখদত্ত রচিত নাটক দেবীচন্দ্রগুপ্তম থেকে কী জানা যায় ?

উত্তর:- বিশাখদত্ত রচিত নাটক দেবীচন্দ্রগুপ্তম থেকে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী সম্রাট রামগুপ্তপ্রসঙ্গে জানা যায় ।

প্রশ্ন:- বুদ্ধচরিতের রচয়িতা কে ?

উত্তর:- বুদ্ধচরিতের রচয়িতা হল অশ্বঘোষ ।

প্রশ্ন:- বিশাখদত্ত রচিত নাটকটির নাম কী  ?

উত্তর:- বিশাখদত্ত রচিত নাটকটির নাম দেবীচন্দ্রগুপ্তম ।

Standard

সিন্ধু ও বৈদিক সভ্যতা 

১৫. ছোটো প্রশ্ন ও উত্তর – (Short questions and answers) –

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো ?

উত্তর:-  বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ।

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?

উত্তর:- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ সালে আবিষ্কৃত হয় ।

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ?

উত্তর:-  বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে – অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল ।

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?

উত্তর:- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।

 

প্রশ্ন:- ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?

উত্তর:- ভারতীয় সভ্যতা প্রায় ৮৫০০ বছরের  প্রাচীন ।

 

প্রশ্ন:-  ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ?

উত্তর:- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ।

 

প্রশ্ন:-  ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী ?

উত্তর:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা ।

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?

উত্তর:-  মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা ।

 

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?

উত্তর:- হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর যুগেরসমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল ?

উত্তর:-  বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা  বিস্তৃত ছিল ।

 

প্রশ্ন:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল ?

উত্তর:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল ।

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল ?

উত্তর:- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক  ।

 

প্রশ্ন:-  বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?

উত্তর:-  বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।

 

প্রশ্ন:-  মেহেরগড় সভ্যতার  ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো ?

উত্তর:- মেহেরগড় সভ্যতার  ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হল (ক) মেহেরগড়  (খ) কিলে গুল মহম্মদ (গ) কোটদিজি (ঘ) গুমলা  (ঙ)  মুন্ডিগাক ।

 

প্রশ্ন:- সিন্ধু সভ্যতার নিদর্শন কে  আবিস্কার করেন ?

উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায়সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার করেন ।

 

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত  ?

উত্তর:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন -এর সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত ।

 

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ?

উত্তর:- হরপ্পা সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা ।

 

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল ?

উত্তর:- প্রকৃতিগত ভাবে হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা হলেও হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন ।

 

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না ?

উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না ।

 

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কত দিন আগে গড়ে উঠেছিল ?

উত্তর:- খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বৎসর আগে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ।

 

প্রশ্ন:-  ভারতবর্ষে প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ?

উত্তর:- গুজরাটের লোথাল-এ প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ।

 

প্রশ্ন:-  ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে ?

উত্তর:- হরপ্পা-মহেঞ্জোদারো অঞ্চলের ধ্বংসাবশেষথেকে ভারতের প্রথম নগরায়নের চিহ্ন পাওয়া গেছে ।

 

প্রশ্ন:-  ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম লেখো ?

উত্তর:-  ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম মহেঞ্জোদারো ।

 

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতা কবে আবিস্কৃত হয় ?

উত্তর:- হরপ্পা সভ্যতা ১৯২৪ সালে আবিস্কৃত হয় ।

 

প্রশ্ন:-  হরপ্পা সভ্যতার  কালসীমা লেখো ?

উত্তর:-  হরপ্পা সভ্যতার কালসীমা হল ৩,০০০ – ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দ 

 

প্রশ্ন:- সিন্ধু সভ্যতা আবিস্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতাত্ত্বিকের নাম লেখো ?

উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায়সিন্ধু সভ্যতা আবিস্কার করেন ।

 

প্রশ্ন:- ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি ?

উত্তর:- ভারতবর্ষেরর প্রাচীনতম বন্দরের নাম গুজরাটের লোথাল 

 

প্রশ্ন:- রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?

উত্তর:- রাজস্থানের কালিবঙ্গান অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ।

 

প্রশ্ন:- কোন বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ?

উত্তর:- লোথাল বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ।

 

প্রশ্ন:- হরপ্পা-সভ্যতার লিপির নাম কি ?

উত্তর:- হরপ্পা-সভ্যতার লিপির নাম সিন্ধুলিপি 

 

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক ?

উত্তর:- হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয়সভ্যতার সমসাময়িক ।

 

প্রশ্ন:- হরপ্পা কোথায় অবস্থিত ?

উত্তর:- হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারিজেলায় অবস্থিত  ।

 

প্রশ্ন:-  প্রাচীন ভারতে কারা আর্য নামে পরিচিত ?

উত্তর:- আর্যরা ছিল ভারতের বহিরগত দীর্ঘকায় গৌরবর্ণ ও সুদর্শন এক জাতি– যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া অথবা রাশিয়ার দক্ষিণাঞ্চল কিংবা ইউরোপ মহাদেশের অস্ট্রিয়া , হাঙ্গেরী অথবা চেকোস্লোভাকিয়ারবিস্তীর্ণ অঞ্চলে ।

 

প্রশ্ন:- আর্যরা প্রথম কবে ভারতে আসে ?

উত্তর:- আনুমানিক ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে।

 

প্রশ্ন:- আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে ?

উত্তর:- উত্তর ভারতের সিন্ধু নদের পাঁচটি উপনদী, সরস্বতী এবং উচ্চ গাঙ্গেয় উপত্যকায় সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম ভারতে বসতি স্থাপন করে ।

 

প্রশ্ন:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম কী ?

উত্তর:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম হল নিষ্ক 

 

প্রশ্ন:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তর:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ ।

 

প্রশ্ন:- ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ?

উত্তর:- ভারতের প্রাচীনতম সাহিত্য হল বেদ ।

 

প্রশ্ন:- বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদানটির নাম লেখো ?

উত্তর:- বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদান হল উন্নত নগর পরিকল্পনা ।

 

প্রশ্ন:- কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল ?

উত্তর:- মেহেরগড় সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল।

 

প্রশ্ন:-  মহেঞ্জোদরো কোথায় অবস্থিত ?

উত্তর:- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানাজেলায় , সিন্ধু নদের পশ্চিম তীরে মহেঞ্জোদরো অবস্থিত ।

 

প্রশ্ন:- মহেন-জো-দরো শব্দের অর্থ কী ?

উত্তর:- মহেন-জো-দরো শব্দের অর্থ হল মৃতের স্তূপ ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম লেখো ?

উত্তর:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম হরপ্পা ও লোথাল ।

 

প্রশ্ন:- বেদের অপর নাম কী ?

উত্তর:- বেদের অপর নাম শ্রুতি ।

 

প্রশ্ন:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?

উত্তর:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ নাম ঋকবেদ ।

 

প্রশ্ন:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ?

উত্তর:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি ।

 

প্রশ্ন:-  বেদের শেষ ভাগের নাম কী ?

উত্তর:- বেদের শেষ ভাগের নাম  অথর্ব ।

 

প্রশ্ন:-  বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?

উত্তর:- উপনিষদ কে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় ।

 

প্রশ্ন:-  বেদ কবে রচিত হয় ?

উত্তর:- খ্রিষ্টপূর্ব ১,৫০০ – ১০০০ অব্দের মধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে ।

 

প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী  ?

উত্তর:- বেদের চারটি ভাগ আছে – যথা ঋক,সাম,যজু, ও অথর্ব ।

 

প্রশ্ন:- প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ?

উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা: সংহিতা , ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত ।

 

প্রশ্ন:-  কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয় ?

উত্তর:- বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয় , বিদ শব্দের অর্থ হল জ্ঞান ।

 

প্রশ্ন:-  গৃহপতি বা কুলপা কাকে বলা হত ?

উত্তর:- বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলপা বলা হত ।

 

প্রশ্ন:-  বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ?

উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হল অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা প্রভৃতি ।

 

প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?

উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য

 

প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কী ?

উত্তর:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাসাশ্রম ।

 

প্রশ্ন:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ?

উত্তর:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম ‘নিষ্ক’ ও ‘মনা’ ।

 

প্রশ্ন:-  ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম করো ?

উত্তর:- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম হল সূত্রধর,চর্মকার,ছুতোর,তাঁতি,কুমোর,প্রভৃতি ।

 

প্রশ্ন:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল ?

উত্তর:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গোরু ।

 

প্রশ্ন:-  আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল ?

উত্তর:- আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল গোরু ।

 

প্রশ্ন:- বৈদিক সভ্যতা কী ?

উত্তর:- বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠেছে তাই বৈদিক সভ্যতা ।

 

প্রশ্ন:- বৈদিক সভ্যতার স্রষ্টা কারা  ?

উত্তর:- বৈদিক সভ্যতার স্রষ্টা হল আর্যরা ।

 

প্রশ্ন:- ঋকবেদে বলি শব্দটি কী অর্থে ব্যবহৃত হত ?

উত্তর:- ঋকবেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হত ।

 

প্রশ্ন:- উপনিষদ কী ?

উত্তর:- উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ ।

 

প্রশ্ন:-   চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো ?

উত্তর:- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ ।

 

প্রশ্ন:- বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ?

উত্তর:- সভা ও সমিতি -নামে দুটি জনসভা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ।

 

প্রশ্ন:- বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল ?

উত্তর:- বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত ।

 

প্রশ্ন:- দশরাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে ?

উত্তর:-দশরাজার যুদ্ধ কাহিনী ঋকবেদে লিপিবদ্ধ আছে।

 

প্রশ্ন:- বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন  ?

উত্তর:- বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুৎ, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য প্রভৃতি ।

 

প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের দু-জন বিদুষী নারীর নাম করো ?

উত্তর:- পরবর্তী বৈদিকযুগের দু-জন বিদুষী নারীর নাম হল মৈত্রেয়ী ও গার্গী ।

 

প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম করো ?

উত্তর:- পরবর্তী বৈদিকযুগে উদ্ভুত দুটি নগরের নাম হস্তিনাপুর ও কৌশাম্বী ।

 

প্রশ্ন:- প্রাচীন ভারতের  কোন যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে ?

উত্তর:- প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে ।

 

প্রশ্ন:- বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কী বলা হত ?

উত্তর:- বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে শ্রেষ্ঠী বা সেটঠি বলা হত ।

 

প্রশ্ন:- গৃহপতি বলতে কী বোঝো  ?

উত্তর:- বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গৃহপতি নামে একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল এবং এরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল ।

 

প্রশ্ন:- শ্রেষ্ঠী বা সেটঠি বলতে কী বোঝো  ?

উত্তর:- বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত বিত্তশালী বণিক শ্রেণীর উৎপত্তি হয়ে এবং এরা শ্রেষ্ঠী বা সেটঠি নামে পরিচিত ।

 

প্রশ্ন:-  কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ?

উত্তর:- কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।

 

প্রশ্ন:- কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ?

উত্তর:- অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।

 

প্রশ্ন:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক ( বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক ) ।

 

প্রশ্ন:-  বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা ?

উত্তর:- বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা ।

 

প্রশ্ন:- জাতক কী ?

উত্তর:- বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ , এতে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী লিপিবদ্ধ রয়েছে ।

 

প্রশ্ন:-  অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কী ?

উত্তর:- অষ্টাঙ্গিক মার্গের অপর নাম মঝঝিম বা মধ্যপন্থা ।

 

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কী ?

উত্তর:- হরপ্পা সভ্যতা প্রধানত নগরকেন্দ্রিক ও বৈদিক সভ্যতা প্রধানত গ্রামকেন্দ্রিক ।

 

প্রশ্ন:- প্রথম বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয় ?

উত্তর:- অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ।

 

প্রশ্ন:- দ্বিতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয়      ?

উত্তর:- কালাশোকের রাজত্বকালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।

 

প্রশ্ন:- তৃতীয় বৌদ্ধমহাসভা কোথায় আহুত হয়      ?

উত্তর:- অশোকের রাজত্বকালে পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধমহাসভা আহুত হয় ।

 

প্রশ্ন:-  কার রাজত্বকালে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ?

উত্তর:- অজাতশত্রুর রাজত্বকালে প্রথম বৌদ্ধমহাসভা আহুত হয় ।

 

প্রশ্ন:-  বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য কোন পথের সন্ধান দেওয়া হয়েছে ?

উত্তর:- বৌদ্ধধর্মে জাগতিক কামনা-বাসনার অবসানের জন্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলা  হয়েছে ।

 

প্রশ্ন:- কৈবল্যের অর্থ কী ?

উত্তর:- কৈবল্যের অর্থ হল পরম বা বিশুদ্ধ জ্ঞান, যা লাভ করলে সুখ-দুঃখ ও পঞ্চরিপুকে জয় করা যায় ।

 

প্রশ্ন:- আর্যসত্য সম্বন্ধে কে বলেছিলেন ?

উত্তর:- বুদ্ধদেব আর্যসত্য সম্বন্ধে বলেছিলেন ।

 

প্রশ্ন:- জৈন ধর্মের মূলনীতি কী ?

উত্তর:- জৈন ধর্মের মূলনীতি হল অহিংসা ।

 

প্রশ্ন:- প্রথম জৈন গ্রন্থের নাম কী ?

উত্তর:- প্রথম জৈন গ্রন্থের নাম কল্পসূত্র ।

 

প্রশ্ন:- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তর:- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ ।

 

প্রশ্ন:- প্রথম জৈন গ্রন্থ কল্পসূত্র কে রচনা করেন  ?

উত্তর:- প্রথম জৈন গ্রন্থ কল্পসূত্র রচনা করেন জৈন শ্রমন ভদ্রবাহু ।

 

প্রশ্ন:- তীর্থঙ্কর শব্দের অর্থ কী ?

উত্তর:- জৈনদের প্রধান ধর্মগুরুর নাম তীর্থঙ্কর ।

 

প্রশ্ন:- পার্শ্বনাথ কে ছিলেন ?

উত্তর:- পার্শ্বনাথ ছিলেন জৈনদের তেইশতম তীর্থঙ্কর 

 

প্রশ্ন:- সর্বপ্রথম তীর্থঙ্করের নাম কী ?

উত্তর:- সর্বপ্রথম তীর্থঙ্করের নাম ঋষভদেব বা আদিনাথ ।

 

প্রশ্ন:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কী ?

উত্তর:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম মহাবীর ( চব্বিশতম তীর্থঙ্কর ) ।

 

প্রশ্ন:-  জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত কতজন তীর্থঙ্কর ছিলেন ?

উত্তর:- জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত সর্বমোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ।

 

প্রশ্ন:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর কোন নতুন আদর্শ যোগ করেন ?

উত্তর:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর অন্যতম আদর্শ হিসাবে সূচিতা বা ব্রহ্মচর্য আদর্শ যোগ করেন ।

 

প্রশ্ন:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম কী ?

উত্তর:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম শ্বেতাম্বর ও দিগম্বর ।

 

প্রশ্ন:- নিগম কথার অর্থ কী ?

উত্তর:- নিগম কথার অর্থ বণিকসংঘ ।

Standard

প্রথম অধ্যায় 

ছোটো প্রশ্ন ও উত্তর  ( Short questions and answers)-

প্রশ্ন:-   কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় ?

উত্তর:- শিলালিপি নামক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়

প্রশ্ন:-  প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি ? সেটি কার রচনা ?

http://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8444147525660602&format=300×250&output=html&ad_type=image&url=http%3A%2F%2Fbengalstudents.com%2Fbooks%2Fclass-ix-history-study%2F%25E0%25A6%259B%25E0%25A7%258B%25E0%25A6%259F%25E0%25A7%258B-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25A8-%25E0%25A6%2593-%25E0%25A6%2589%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A5%25E0%25A6%25AE&dt=1480431284448&correlator=1345152157744&ref=android-app%3A%2F%2Fcom.google.android.googlequicksearchbox&ifi=1

উত্তর:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম রাজতরঙ্গিনী  । এটি কলহন-এর রচনা ।

প্রশ্ন:-  ভারতের প্রাচীনতম নাম কি ছিল ?

উত্তর:- ভারতের প্রাচীনতম নাম ছিল জম্বুদ্বীপ ।

প্রশ্ন:-  কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয় ?

উত্তর:- পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নামটি এসেছে ভারত বা ভারতবর্ষ ।

প্রশ্ন:-   কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ?

উত্তর:- হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান ।

প্রশ্ন :-   কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে ? 

উত্তর:-  সিন্ধুনদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে

প্রশ্ন :-  ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন কারা ? 

উত্তর:-  আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এদেশে আসা গ্রিকরা ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন , মতান্তরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে পারস্য সম্রাট দারায়ুস ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন ।

প্রশ্ন:-   ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’ কে বলেছেন ? 

উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে ‘নৃতত্বের জাদুঘর’  বলেছেন।

প্রশ্ন:-  দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর ?

উত্তর:-  দক্ষিণ ভারতের অধিবাসীরা দ্রাবিড় জাতির বংশধর  ।

প্রশ্ন:-   ভারতেরবর্ষে মোঙ্গল জাতির বংশধর কারা ?

উত্তর:-  আসামি, নেপালি, ভুটিয়া, প্রভৃতি মোঙ্গল জাতির বংশধর ।

http://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8444147525660602&format=300×250&output=html&ad_type=image&url=http%3A%2F%2Fbengalstudents.com%2Fbooks%2Fclass-ix-history-study%2F%25E0%25A6%259B%25E0%25A7%258B%25E0%25A6%259F%25E0%25A7%258B-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25A8-%25E0%25A6%2593-%25E0%25A6%2589%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A5%25E0%25A6%25AE&dt=1480431284641&correlator=2500550645028&ref=android-app%3A%2F%2Fcom.google.android.googlequicksearchbox&ifi=1

প্রশ্ন:-   বাঙালিরা কোন জাতির বংশধর ?

উত্তর:-  বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্রিত বংশধর  ।

প্রশ্ন:-   সাঁওতালরা কোন জাতির বংশধর ?

উত্তর:-  সাঁওতালরা নেগ্রিটো জাতির বংশধর  ।

প্রশ্ন:-  প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপি গুলির নাম করো

উত্তর:-  (ক) গুপ্ত সম্রাট সমুদ্র গুপ্তের এলাহাবাদ প্রশস্তি  (খ) চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি  (গ) গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি  (ঘ) গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তি ।

প্রশ্ন:-  কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ?

উত্তর:-  উনিশ শতকের খ্যাতনামা প্রত্নতত্ববিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ।

প্রশ্ন:-  ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় ?

উত্তর:-  ’ হস্তিগুম্ফা লিপি’ থেকে  কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় ।

প্রশ্ন:-   বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?

উত্তর:-  উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় ?

প্রশ্ন:-. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম লেখো ।

উত্তর:- তিনটি গিরিপথের নাম – খাইবার,বোলান, ও গোমাল

প্রশ্ন:-   দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখো ।

উত্তর:- দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নামগোদাবরী

প্রশ্ন:-  ভারতের কোন কোন দিক  সমুদ্র দিয়ে বেষ্টিত ?

উত্তর:- দক্ষিণ-পূর্ব , দক্ষিণ-পশ্চিম , দক্ষিণ দিক সমুদ্র দিয়ে বেষ্টিত ।

প্রশ্ন:-  কার আমলে জুনাগড় লিপি রচিত হয় ?

উত্তর:- শক সম্রাট (মহাক্ষএপ) রুদ্রদামনের আমলে জুনাগড় লিপি রচিত হয় ।

প্রশ্ন:-   কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হূণ আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায় ?

উত্তর:-  ভিতারি শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হূণ আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায় ।

প্রশ্ন:-  এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?

উত্তর:-  এলাহাবাদ প্রশস্তি সমুদ্র গুপ্তের সভাকবি হরিষেণের রচনা  ।

প্রশ্ন:-   নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে ?

উত্তর:-  নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে  ।

প্রশ্ন:-  নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় ?

উত্তর:-  নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সম্বন্ধে জানা যায় ।

প্রশ্ন:-   নানাঘাট শিলালিপি কার সময়ে খোদিত হয় ?

উত্তর:-  সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময়ে নানাঘাট শিলালিপি খোদিত হয় ।

প্রশ্ন:-   বাণভট্ট কার সভাকবি ছিলেন ?

উত্তর:-  বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন ।

প্রশ্ন:-   হর্ষচরিত কার রচনা ?

উত্তর:-  হর্ষচরিত হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা ।

প্রশ্ন:-   বাণভট্টের লেখা একটি জীবন চরিতের নাম লেখো ?

উত্তর:-   বাণভট্টের লেখা একটি জীবন চরিতের নাম হর্ষচরিত  ।

প্রশ্ন:-   রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:-  রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহন রচনা করেন ।

প্রশ্ন:-   কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় ?

উত্তর:-  কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরেরইতিহাস জানা যায় ।

প্রশ্ন:-   অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর:-  অর্থশাস্ত্র গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য রচনা করেন ।

প্রশ্ন:-   আইহোল প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর:-  চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর সভাকবি রবিকীর্তি  আইহোল প্রশস্তি রচনা করেন ।

প্রশ্ন:-   আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা আছে ?

উত্তর:-  আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কীর্তি বর্ণনা করা আছে ।

প্রশ্ন:-   মুদ্রারাক্ষস কার রচনা ?

উত্তর:-  মুদ্রারাক্ষস গুপ্তযুগের লেখক-কবি বিশাখাদত্তের রচনা ।

প্রশ্ন:-  ভারতের পুরাণের সংখ্যা কয়টি ? এদের মধ্যে তিনটি পূরাণের নাম লেখো ।

উত্তর:- পূরাণের সংখ্যা আঠারোটি  । এদের মধ্যে তিনটি হল – বিষ্ণু পুরাণ, বায়ু পূরাণ , মৎস পূরাণ ।

প্রশ্ন:-  প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠিকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভাক্ত করা যায় ?

উত্তর:- প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠিকে প্রধানত চারটি শ্রেণীতে বিভাক্ত করা যায় – যথা :- (ক) আর্য জাতি   (খ) দ্রাবিড় জাতি   (গ) নেগ্রিটো জাতি   (ঘ)  মঙ্গোলীয় জাতি ।

প্রশ্ন;-  কারা নর্ডিক নামে পরিচিত ?

উত্তর:- আর্যরা নর্ডিক নামে পরিচিত ।

প্রশ্ন:-  আর্যজাতির বংশধর কারা ?

উত্তর:-  কাশ্মিরী, পাঞ্জাবি প্রভৃতি আর্যজাতির বংশধর ।

প্রশ্ন:-  রাজপুতরা কোন জাতির বংশধর ?

উত্তর:-  রাজপুতরা হূন জাতির বংশধর ।

প্রশ্ন:-   বুদ্ধচরিতের রচয়িতা কে  ?

উত্তর:-  কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন  ।

প্রশ্ন:-   গীতগোবিন্দ কাব্য কে রচনা করেন ?

উত্তর:-  কবি জয়দেব গীতগোবিন্দ কাব্য রচনা করেন

প্রশ্ন:-  গৌরবাহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- বাকপতি রাজ গৌরবাহ গ্রন্থের রচয়িতা 

প্রশ্ন:-  মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলির নাম লেখো

উত্তর:- মহাকবি কালিদাসের লেখা  কাব্যগ্রন্থ গুলির মধ্যে ‘অভিজ্ঞানম শকুন্তলম’ , ‘মেঘদূত’ ,’ মালবিকা’প্রভৃতি  উল্লেখযোগ্য ।

প্রশ্ন:-  সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থ গুলির মধ্যে দুটির নাম লেখো

উত্তর:-  দীপবংশ ও মহাবংশ  ।

প্রশ্ন:-   ইন্ডিকা কে রচনা করেন ?

উত্তর:-  চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক্দূত মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন ।

প্রশ্ন:-  কোন বিদেশী লেখকের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ?

উত্তর:-  চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক্দূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ।

প্রশ্ন:-   সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?

উত্তর:-  রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী ।

প্রশ্ন:-   আইন-ই-আকবরি কে রচনা করেন ?

উত্তর:-   আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

প্রশ্ন:-  প্লিনি রচিত গ্রন্থটির নাম কী ?

উত্তর:-  প্লিনি রচিত গ্রন্থটির নাম ন্যাচারালিস হিস্টোরিয়ো । প্রথম শতাব্দিতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেনের পরিচয় পাওয়া যায় ।

প্রশ্ন:-  তহকিক-ই-হিন্দ  কার লেখা ?

উত্তর:-  তহকিক-ই-হিন্দ-এর লেখক আরব ঐতিহাসিক আল বেরুনী  ।

প্রশ্ন:-  রামচরিত গ্রন্থতি কে রচনা করেন ?

উত্তর:- রামচরিত গ্রন্থতি সন্ধ্যাকর নন্দী রচনা করেন ।

প্রশ্ন:-   রামচরিত মানস কে রচনা করেন ?

উত্তর:-  কবি তুলসীদাস  ‘রামচরিত মানস’ রচনা করেন ।

প্রশ্ন:-  আলবেরুনীর প্রকৃত নাম কী ?  তাঁর গ্রন্থের নাম কী  ?

উত্তর:-  আলবেরুনীর প্রকৃত নাম  আবু রিহান ।  তাঁর গ্রন্থের নাম তহকিক-ই-হিন্দ ।

প্রশ্ন:-  প্রাচীন কালের দুই জন রোমান লেখকের নাম লেখো

উত্তর:-  প্রাচীন কালের দুই জন রোমান লেখকের নাম প্লুটার্ক ও প্লিনি ।

Standard